সিলেটটুডে ডেস্ক

০১ ফেব্রুয়ারি , ২০১৮ ২২:৪৫

এসএসসি পরীক্ষা দিতে এসে মা হলেন শিক্ষার্থী

পরীক্ষা দিতে এসে পুত্র সন্তানের মা হলেন শীলা আক্তার নামের এক এসএসসি পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিনাজপুরের বোচাগঞ্জের একটি পরীক্ষা কেন্দ্রে। বৃহস্পতিবার সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

পরীক্ষা কেন্দ্র সচিব মো. আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে শীলা আক্তার নামে এক পরীক্ষার্থী সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তার রোল নং- ৬৬৮১৫৮। পরীক্ষার মাঝামাঝি সময়ে ওই পরীক্ষার্থীর প্রসব বেদনার কথা জানতে পেরে আমরা তাকে সুচিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে প্রেরণ করি। পরে সেখানে সে একটি ফুটফুটে সুস্থ পুত্র সন্তানের জন্ম দেন।

বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. নাজমুল ইসলাম জানান, বর্তমানে সন্তানসহ মা সুস্থ এবং ভালো আছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে বোচাগঞ্জ উপজেলার চেংগন গ্রামের নজিমউদ্দীনের স্কুলপড়ুয়া মেয়ে শীলা আক্তারের বিয়ে হয় পার্শ্ববর্তী কাহারোল উপজেলার উচিৎপুর গ্রামের মো. মামুনের সঙ্গে।

আপনার মন্তব্য

আলোচিত