সিলেটটুডে ডেস্ক

৩১ মার্চ, ২০১৮ ১৮:২২

ফেসবুকে ভুয়া আইডি বানিয়ে উসকানিমূলক পোস্ট, ডাক্তারের জিডি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ইন্টার্নি ডাক্তারের আইডি বানিয়ে সেখানে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই ডাক্তার।

গত বুধবার কুমিল্লা কোতয়ালি থানায় এ সাধারণ ডায়েরি (নং ১৮৩৭, তারিখ ২৮-৩-২০১৮) করেন ডা. নাবিলা বিনতে আলী তমা। ডা. নাবিলা কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজে ইন্টার্নি চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন।

সাধারণ ডায়েরি ডা. নাবিলা উল্লেখ করেন, তার নামে ফেসবুক আইডি খোলে সিলেটের বিয়ানীবাজারের চারখাই বাজার এলাকায় স্থানীয় লোকজনকে গালিগালাজ করে পোস্ট দিয়ে মানুষজনকে খেপিয়ে তোলা হয়। এর জের ধরে চারখাই বাজারে মানুষজন মিছিল করে।

চারখাইয়ে অবস্থিত ডা. নাবিলার স্বামী ডা. জোবায়ের আহমেদের চেম্বারে হামলা চালানো হয় বলে উল্লেখ করেন তিনি।

ডা. নাবিলা জানান, বিয়ানীবাজারের চারখাই বাজারে ডা. জোবায়ের দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। সম্প্রতি সেখানে কতিপয় ভুয়া ডাক্তার একজোট হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালায়। তারা আমার নামে ফেসবুক আইডি বানিয়ে চারখাইয়ের সাধারণ মানুষদের খেপিয়ে তোলার চেষ্টা করছে। আমার নামে বানানো আইডি থেকে উসকানিমূলক স্ট্যাটাস দিয়ে সেখানে মাইকেও প্রচার করা হয়।

এর বিরুদ্ধে তিনি তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করবেন বলেও জানান ডা. নাবিলা।

আপনার মন্তব্য

আলোচিত