সিলেটটুডে ডেস্ক

২৪ আগস্ট, ২০১৮ ১৯:৪৮

সাভারে সোনার দোকানের ২২০ ভরি গয়না চুরি

ঢাকার সাভারে দুটি সোনার দোকান থেকে ২২০ ভরি সোনার গয়না চুরির খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডে সিটি সেন্টারের পিংকি জুয়েলার্স ও দি বিসকা জুয়েলার্সে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সাভার থানার এসআই আবুল কাসেম জানান সিসিটিভি থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে বলেন, ভবনের দোতলায় টয়লেটের ভেনটিলেটর ভেঙে মুখ ঢাকা চোররা ভেতরে ঢোকে। তারা পাশাপাশি থাকা দুটি সোনার দোকানের কলাপসিবল গেইট ও শাটারের তালা কেটে ফেলে। পরে দোকানের সিসিটিভি ক্যামেরা অন্যদিকে ঘুরিয়ে দেয়।

দোকান মালিকরা জানিয়েছেন, দুই দোকান থেকে ২২০ ভরি সোনার গয়না চুরি হয়েছে।

মার্কেটের চারজন নিরাপত্তাকর্মী এ চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন বলে জানান এসআই কাসেম। তিনি বলেন, তদন্ত করে তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।

চুরির খবর পাওয়ার পর মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে আতংক দেখা দিয়েছে।

সিটি সেন্টারের পরিচালক ওবায়দুর রহমান অভি জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে রাত ১টা ৫৯ মিনিটে তিন চোর ভেতরে প্রবেশ করছে। পরে তারা পোশাক খুলে হাফ প্যান্ট ও গেঞ্জি পরে চুরি করে পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া হাফ প্যান্ট ও গেঞ্জি বাথরুমে পাওয়া গেছে।

দি বিসকা জুয়েলার্সের ডিসপ্লেতে থাকা অল্প কিছু গয়না চুরি হয়েছে। তাদের সব গয়না লকারে ছিল। চোররা লকার ভাঙতে পারেনি।

পিংকি জুয়েলার্সে ২০-৩০ ভরি গয়না থাকে সব সময়। কিন্তু এর মালিক কার্তিক চন্দ্রের দাবি, তার দোকানে আরও ৬০-৭০ ভরি বন্ধকি সোনা ছিল যা চুরি হয়েছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য

আলোচিত