সিলেটটুডে ডেস্ক

২৫ আগস্ট, ২০১৮ ০১:৪১

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে কিশোরগঞ্জে নিহত ১

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

শুক্রবার (২৪ আগস্ট) কাটখাল ইউনিয়নের চরকাটখাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আক্তার হোসেন (৪৫) ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান দুজন নিহতের কথা নিশ্চিত করলেও পুলিশ তা করেনি।

আহতদেরকে কিশোরগঞ্জ সদর হাসপাতাল, মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাটখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম জানান, চরকাটখাল গ্রামে বৃহস্পতিবার বিকালে প্রীতি ফুটবল ম্যাচ হওয়ার কথা ছিল। দুপক্ষের বিরোধের কারণে খেলাটি অনুষ্ঠিত হয়নি। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এর জের ধরে শুক্রবার সকালে দুই গ্রুপের লোকজনের মধ্যে এলাকায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়।

তিনি আরও বলেন, সংঘর্ষে আক্তার হোসেন ও জয়নাল (৫০) আহত হন। পরে মিঠামইন স্বাস্থ্য কমপ্লেক্সে আক্তারের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় কিশোরগঞ্জ হাসপাতালে পাঠানো হয় জয়নালকে। সেখানে শুক্রবার সন্ধ্যায় জয়নালের মৃত্যু হয়।

মিঠামইন থানার ওসি আলিমুল হক বলেন, আমি একজনের মৃত্যুর খবর শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত