Advertise

সিলেটটুডে ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০১:৩৬

পাবনায় ২৫০ পিস ইয়াবা সহ মাদকব্যবসায়ী গ্রেপ্তার

ছবি: র‍্যাব

পাবনায় এক অভিযানে ২৫০পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-১২ এর পক্ষ থেকে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পরিচালক (এএসপি) মো. আমিনুল কবীর তরফদার সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন ভাদুর বটতলার মোড় সাকিনস্থ থেকে মাদক ব্যবসায়ী মো. লাল (২৮), পিতা- মো. সামসুদ্দিন, সাং- লোকসেট ফতে-মোহাম্মদপুর, থানা-ঈশ্বরদী, জেলা- পাবনাকে গ্রেপ্তার করে। আসামির নিকট থেকে ২৫০ (দুইশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য নিজের হেফাজতে রেখে অত্র এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।

ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার ঈশ্বরদী থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আপনার মন্তব্য

আলোচিত