সিলেটটুডে ডেস্ক

৩০ ডিসেম্বর, ২০১৯ ১১:৩১

শাহ আমানতে ফ্লাইট ওঠানামায় বিঘ্ন

ঘন কুয়াশার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সাময়িক বন্ধ থাকার পর সকাল ৯টায় পুনরায় চালু হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে তিনটি আন্তর্জাতিক ফ্লাইট শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করতে পারেনি।

সোমবার (৩০ ডিসেম্বর) বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার ই জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ফ্লাইট তিনটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে অবতরণ করেছে।

তিনি বলেন, ঘন কুয়াশার কারণে ভিজিভিলিটি কমে যাওয়ায় আজ সকাল ৭টায় দোহা থেকে আসা রিজেন্ট এয়ারলাইন্সের ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করতে পারেনি। ৩০ মিনিটের মতো আকাশে অবস্থান করার পর ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যায়। সকাল ৮টা ২২ মিনিটে দোহা থেকে আসা ইউএস বাংলার একটি ফ্লাইট ও সকাল ৮টা ২৬ মিনিটে মাসকাট থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটও ঘন কুয়াশার কারণে অবতরণ করতে পারেনি। এ ফ্লাইট দুটিও ঢাকায় চলে গেছে।

সারওয়ার ই জামান আরও বলেন, ভিজিভিলিটি স্বাভাবিক হওয়ার পর ৯টা থেকে ফ্লাইট ওঠানামা পুনরায় শুরু হয়েছে। এখন সিডিউল মেনে ফ্লাইট ওঠানামা করছে।

আপনার মন্তব্য

আলোচিত