সিলেটটুডে ডেস্ক

০১ জানুয়ারি, ২০২০ ১৪:০৫

ভেতরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, বাইরে ককটেল বিস্ফোরণ

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মূল গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এ সময় ইনস্টিটিউটের ভেতরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলছিল।

বুধবার (১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে পুলিশের তিনটি গাড়ি ছিল। সেই গাড়িগুলোর মাঝখানেই এ ঘটনা ঘটে।

এ বিষয়ে শাহাবাগ এলাকার পেট্রোল ইন্সপেক্টর (পিআই) বাশারউজ্জামান জানান, মৎস্যভবন থেকে শাহাবাগের দিকে যেতে রাস্তায় চলন্ত কোনো গাড়ি থেকে পেট্রোলগুলো ছুঁড়ে মারা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে।

এর আগে গত ২৭ ডিসেম্বর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়। ওইদিন শুক্রবার জুম্মার নামাজের পরই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিতে আসেন তাবিথ আউয়াল ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ওই সময়ই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কের পশ্চিম পাশে একটি ককটেল বিস্ফোরণ হয়।

আপনার মন্তব্য

আলোচিত