সিলেটটুডে ডেস্ক

১১ জানুয়ারি, ২০২০ ২২:৩৯

‘মুজিব বর্ষ’ উপলক্ষে জেলায়-জেলায় নানা কর্মসূচি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় শনিবার আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রার আয়োজন করা হয়। খবর বাসসের।

‘মুজিব বর্ষ’ উপলক্ষে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে মাগুরা জেলার শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রায় নেতৃত্ব দেন।

পরে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাইফুজ্জামান শিখর এমপি। উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি বলেন,‘বাংলাদেশের মাটিতে আর কোন স্বাধীনতা বিরোধী শক্তি জায়গা পাবে না। স্বাধীনতা বিরোধীদের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেব না’-মুজিব বর্ষে এই হোক আমাদের প্রত্যয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল প্রমুখ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে বগুড়া সদর উপজেলা প্রশাসন। জেলা শহরের মাটিডালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব বর্ষ উপলক্ষে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায়’ শীর্ষক অনুষ্ঠানে সকালে মাটিডালী বিমান মোড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক প্রমুখ। পরে, শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা এবং বিকেলে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শনিবার ঝিনাইদহ জেলায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ প্রমুখ বক্তব্য রাখেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ বাগেরহাট জেলায় শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটায় বাগেরহাট সদর উপজেলা পরিষদের আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে স্বাধীনতা উদ্যানে গিয়ে শেষ হয়।

পরে শহরের স্বাধীনতা উদ্যানে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে এ আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম প্রমুখ।এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ পিরোজপুর জেলায় আনন্দ শোভাযাত্রা, আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

‘মুজিব বর্ষ’ উদযাপন উপলক্ষে শনিবার আনন্দ শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১০ টায় শরীয়তপুরের সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়।

পরে সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুর রহমান শেখ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে প্রমুখ।এছাড়াও সদর উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর জীবনী পর্যালোচনা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত