সিলেটটুডে ডেস্ক

২৮ জানুয়ারি, ২০২০ ১৫:৩০

পাঁচ হাজার বই নিয়ে বঙ্গবন্ধুর নামে গ্রন্থাগারের উদ্বোধন

আইন বিষয়ে প্রায় পাঁচ হাজার বই নিয়ে যাত্রা শুরু করেছে বঙ্গবন্ধু নামে করা এক গ্রন্থাগার। গত সোমবার মুজিববর্ষ উপলক্ষে পাবনা বার সমিতির নতুন ভবনে বঙ্গবন্ধুর নামে আধুনিক এই গ্রন্থাগারের উদ্বোধন করা হয়েছে।

পাবনা জেলা আইনজীবী বার সমিতির চতুর্থ তলাতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর নামে নতুন এই গ্রন্থারগারটির উদ্বোধন করেন পাবনা (বেড়া ও সাথিয়া) ১ আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুল হক টুকু।

জেলা আইনজীবী বার সমিতির হলরুমে এক আলোচনাসভার মধ্যদিয়ে গ্রন্থাগারের যাত্রা শুরু হয়।

অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত এ গ্রন্থাগারটিতে ত্রিশ লাখ টাকা আর্থিক সহযোগিতা দিয়েছেন প্রধানমন্ত্রীর তহবিল থেকে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও পাবনা জেলা আইনজীবী বার সমিতির সব আইনজীবীরা এই কাজে আর্থিক সহযোগিতা করেছেন।

এ গ্রন্থাগারে শুধু আইন বিষয়ের উপর নয় সব ধরনের বই থাকবে। এছাড়া বঙ্গবন্ধুর ওপরে যত ধরনের গবেষণা ও মুক্তিযুদ্ধের বই রয়েছে সব বই সংগ্রহ করা হবে এই গ্রন্থাগারে। আইন বিষয়ে প্রায় পাঁচ হাজার বই নিয়ে যাত্রা শুরু করলো বঙ্গবন্ধু নামে করা গ্রন্থাগারটি।

আপনার মন্তব্য

আলোচিত