বেনাপোল প্রতিনিধি

২৭ মার্চ, ২০২০ ২০:০১

বেনাপোল বন্দর লকডাউন: ট্রাক চুরি করে পালানোর সময় আটক ২

করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে বেনাপোল স্থলবন্দর লকডাউন করা হয়েছে। সেই সুযোগে বেনাপোল সীমান্ত থেকে একটি ভারতীয় ট্রাক চুরি করে পালানোর সময় চোর চক্রের দুই সদস্যকে আটক করে বন্দরে নিয়োজিত নিরাপত্তাকর্মীরা। এসময় তাদের কাছ থেকে একটি ভারতীয় ট্রাক উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) গভীর রাতে বেনাপোল টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের ইদ্রিস শেখের ছেলে সোহাগ (২০) ও যশোরের খয়েরতলা এলাকার সরোয়ার হোসেনের ছেলে শাকিল (১৬)।

বন্দরের নিরাপত্তাকর্মী কমিউনিটি পুলিশের কমান্ডার আকবার হোসেন জানান, করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে বেনাপোল স্থলবন্দরে ছুটি থাকায় ভারতীয় ট্রাক চালকরা তাদের ট্রাক বন্দরে রেখে ভারতে চলে যায়। আর এই সুযোগে ফাঁকা বেনাপোলে এক শ্রেণির চোর চক্র ভারতীয় ট্রাক চালকদের রেখে যাওয়া ট্রাক চুরি করে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। আটক দুই চোরকে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত