সিলেটটুডে ডেস্ক

০৩ এপ্রিল, ২০২০ ২১:০০

মুক্তিযোদ্ধা মোল্লা আবুল কালামের মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোল্লা আবুল কালাম আজাদ আর নেই।

বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

তিনি দীর্ঘদিন কিডনিজনিত অসুস্থতায় ভুগছিলেন। আবুল কালাম আজাদ স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

শুক্রবার জুমা গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।

জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি মোল্লা আবুল কালাম আজাদের মৃত্যুতে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক, দুঃখপ্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

এছাড়াও তার মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু গভীর শোক প্রকাশ করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত