সিলেটটুডে ডেস্ক

১৭ এপ্রিল, ২০২০ ২০:৩২

চাল চুরিতে ধরা পড়া বিএনপি নেতা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে বগুড়ায় বিএনপিপন্থী সেই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মির্জা গোলাম হাফিজ সোহাগের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে মামলাটি দায়ের করেন। তার বিরুদ্ধে ৩৩০ কেজি চাল আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত মির্জা গোলাম হাফিজ সোহাগ শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

গত ১৫ এপ্রিল রাতে শিবগঞ্জ থানা পুলিশ তাকে ৩৩০ কেজি চালসহ আটক করে। পরে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে ১৬ এপ্রিল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান ওইদিন জানিয়েছিলেন, অভিযুক্ত ব্যক্তি একজন জনপ্রতিনিধি, তাই আইন অনুযায়ী মামলাটি দুদকই করবে।

বগুড়ার দুদক কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, তার দায়ের করা মামলায় মির্জা গোলাম হাফিজ সোহাগকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্তের স্বার্থে শনি বা রোববার তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

আপনার মন্তব্য

আলোচিত