সাপাহার প্রতিনিধি

২৩ এপ্রিল, ২০২০ ২১:০২

সাপাহারে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য বিতরণ

সাপাহার প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য ইনস্ট্যান্ট পূর্ণ ননিযুক্ত একটি করে গুঁড়ো দুধের প্যাকেট বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী।

করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবজনিত কারণে জরুরি পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সাপাহার প্রতিবন্ধী বিদ্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ১২০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য ইনস্ট্যান্ট পূর্ণ ননিযুক্ত ৪ গ্রামের একটি করে গুঁড়ো দুধের প্যাকেট বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

এ সময় উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী বলেন, করোনা মোকাবেলায় সরকার ঘোষিত সকল নিয়ম কানুন মেনে চলার পরামর্শ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী মো. আবুল কাশেম, অভিভাবক সাংবাদিক তছলিম উদ্দীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, সকল শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত