২৫ এপ্রিল, ২০২০ ২৩:৫৮
ঐতিহাসিক মুজিবনগর সরকারের অর্থসচিব এবং টাঙ্গাইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা খন্দকার আসাদুজ্জামান আর নেই।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, খন্দকার আসাদুজ্জামান শনিবার বিকেলে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
বিজ্ঞাপন
এদিকে, খন্দকার আসাদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি আসাদুজ্জামানের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে দেশ এবং জাতি একজন বীর মুক্তিযোদ্ধাকে হারাল, অন্যদিকে আওয়ামী লীগ হারাল একজন ত্যাগী নেতাকে। শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আপনার মন্তব্য