বেনাপোল প্রতিনিধি

০২ মে, ২০২০ ১৩:০৩

মুক্তিযোদ্ধাদের অর্থায়নে দিনমজুরদের খাদ্য সামগ্রী বিতরণ

করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২ মে) সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শার্শা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা রামপুর বাজারে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গৃহবন্দী ৯০টি পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

হতদরিদ্র পরিবারের মাঝে এ সময় ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১কেজি ডাউল, ১লিটার তেল, ১টি সাবান ও ১টি মাস্ক বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, ইউপি চেয়ারম্যান আয়নাল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, ইউপি সদস্য হাফিজুর রহমান ও কবির হোসেন।

আপনার মন্তব্য

আলোচিত