সিলেটটুডে ডেস্ক

০৯ মে, ২০২০ ১৪:০২

ট্রাকচাপায় ঘুমন্ত মা-মেয়ের মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের চাপায় ঘুমন্ত মা-মেয়ের মৃত্যু হয়েছে। মহাসড়কের পাশে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গায় কুঁড়ে ঘরে থাকতেন তারা।

শুক্রবার (৮ মে) রাত আড়াইটার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম পৌরসভার ওমরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ‍দুজন হলেন— ওমরপুর এলাকার মৃত কোরবান আলীর স্ত্রী কাতেজান বিবি (৬৫) ও তার মেয়ে কাতুলী বেগম (৪৩)।

বিজ্ঞাপন

জানা যায়, পঞ্চগড় থেকে বালু বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৬৬৩৫) নাটোরের দিকে যাচ্ছিল। রাত আড়াইটার দিকে ওমরপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি কুঁড়ে ঘরে ঢুকে যায়। সেখানে ঘুমাচ্ছিলেন কাতেজান বিবি ও কাতুলী বেগম। ট্রাকের নিচে চাপা পড়ে মা-মেয়ে দুজনেরই মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে সরিয়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে। দুঘর্টনার পর ট্রাকটির চালক পালিয়ে গেলেও হেলপার আলম শেখকে (৩০) আটক করেছে পুলিশ।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় চালক ও হেলপারের নামে মামলা হবে।

আপনার মন্তব্য

আলোচিত