বেনাপোল প্রতিনিধি

০৯ মে, ২০২০ ২১:৫০

বেনাপোল সীমান্তে ৪১৩ বোতল ফেন্সিডিল উদ্ধার

বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৪১৩ বোতল ফেন্সিডিল ও একটি পালসার মোটর সাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

শনিবার (৯ মে) বিকালে বেনাপোল পুটখালী মসজিদ বাড়ী চেকপোস্ট এলাকা থেকে এ মাদকের চালানটি উদ্ধার করা হয়।

পুটখালী বিজিবি কোম্পানি কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, নায়েক তরিকুলের নেতৃত্বে পুটখালী মসজিদ বাড়ী চেকপোস্ট এলাকা থেকে অভিযান চালিয়ে একটি পালসার মোটর সাইকেল ও ৪১৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় বলে তিনি দাবি করেন।

উল্লেখ্য, করোনায় প্রতিনিয়ত প্রশাসনের হাতে মাদক ও মাদক ব্যবসায়ীরা আটক হলেও, সীমান্তে কিছুতেই মাদক ব্যবসা দমন করা যাচ্ছে না।


আপনার মন্তব্য

আলোচিত