১১ মে, ২০২০ ২২:২০
ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী মারা গেছেন।
বিজ্ঞাপন
সোমবার (১১ মে) রাত সাড়ে আটটায় কাকরাইলে অবস্থিত ইসলামি ব্যাংক হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
ইসলামি ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘আজ সোমবার ইফতারের পর নামাজের জন্য অজু করতে গিয়ে তিনি পড়ে যান। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি রাত সাড়ে ৮টার দিকে মারা যান।
তিনি দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মুফতি ফজলুল হক আমিনীর মৃত্যুর পর ২০১২ সালে ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন মাওলানা আবদুল লতিফ নেজামী।
আপনার মন্তব্য