
১৪ মে, ২০২০ ১৫:২৩
করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে নিয়ম মেনে মনোবল নিয়ে যুদ্ধ করে জয়ী হয়েছেন যশোরের বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্যকর্মী হাসানুজ্জামান শিমুল।
বুধবার (১৩ মে) ১৪ দিন নিজ বাড়িতে আইসোলেশনে থাকার পর দুই বার নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে করোনা মুক্ত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
এর আগে (২৫ এপ্রিল) বেনাপোল ইমিগ্রেশন দায়িত্বরত অবস্থায় তিনি অসুস্থ বোধ করলে নমুনা পরীক্ষায় ফলাফল করোনা পজিটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী শিমুলের সুস্থতার বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৪ মে শিমুল তার নিজ কর্মস্থলে যোগদান করবেন।
নিজ অনুভূতির কথা জানিয়ে শিমুল বলেন, তিনি করোনা যুদ্ধে সুস্থ হয়ে আবারও মানুষের সেবায় কাজ করতে পারবেন জেনে আনন্দিত। যারা তাকে বিভিন্নভাবে মনোবল যুগিয়েছেন সেই চিকিৎসক আর শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেন শিমুল।
এদিকে করোনা প্রতিরোধে ইমিগ্রেশনে ভারত ফেরত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় নিয়োজিত আরও ৫ স্বাস্থ্য কর্মীসহ শার্শা উপজেলায় ৮ জন করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। তবে তারা এখন পর্যন্ত সুস্থ অবস্থায় আছেন বলে জানা গেছে।
আপনার মন্তব্য