নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০২০ ২৩:১৭

শাবির ল্যাবে ৪১ নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এক

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে দ্বিতীয়দিনে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় ১টি পজিটিভ এসেছে।

বৃহস্পতিবার (২১ মে) রাতে সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারি অধ্যাপক সহকারি অধ্যাপক জিয়াউল ফারুক জয়।

তিনি জানান, এদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৪৯ টি নমুনা গ্রহণ করা হয় এবং ৪১ টি পরীক্ষা করে ১টি পজিটিভ পাওয়া যায়।

বিজ্ঞাপন

পজিটিভ হওয়া ব্যাক্তি সুনামগঞ্জের ছাতক উপজেলার বলে সিলেটটুডে টোয়েন্টিফোরকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।

তিনি জানান, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে এদিন সুনামগঞ্জ জেলা থেকে নমুনা পাঠানো হয়। তাদের মধ্যে ১টি পজিটিভ এসে। তিনি ছাতক উপজেলার বাসিন্দা।

আপনার মন্তব্য

আলোচিত