শ্রীমঙ্গল প্রতিনিধি

২৩ মে, ২০২০ ২০:৪১

শ্রীমঙ্গলে একদিনে ৪ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একদিনে আরও চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।

শনিবার (২৩ মে) সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজ্জাদ হোসেন চৌধুরী সিলেটটুডে টোয়েন্টিফোরকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আক্রান্ত চারজনের মধ্যে দুইজনের বাড়ি শ্রীমঙ্গল পৌরসভা এলাকায় এবং বাকি দুজনের বাড়ি সিন্দুরখাঁন ইউনিয়নে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বিভিন্ন বয়সের লোক রয়েছেন। যাদের চারজনই পুরুষ বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, গত ১৯ তারিখে তাদের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিলো আজ রিপোর্ট এসেছে। এনিয়ে এখন পর্যন্ত শ্রীমঙ্গলে করোনা সংক্রমিত হয়েছেন দশজন। যাদের মধ্যে একজন করোনা সংক্রমণ থেকে সেরে উঠেছেন।

এদিকে জেলায় আজ মোট ৬ জনের মধ্যে করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে বড়লেখায় একজন ব্যাংক কর্মকর্তা, জুড়ীতে একজন নারী ও বাকি চারজন শ্রীমঙ্গলের বাসিন্দা। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮৯ জন।

আপনার মন্তব্য

আলোচিত