হবিগঞ্জ প্রতিনিধি

২৩ মে, ২০২০ ২৩:৫৭

হবিগঞ্জে আরও ৩ জন করোনায় আক্রান্ত

হবিগঞ্জে আরও তিনজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। শনিবার (২৩ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলিছুর রহমান।

তিনি জানান, তাদের রিপোর্ট ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার থেকে এসেছে। এ নিয়ে হবিগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ১৫৯ জন।

তিনি আরও জানান, ঢাকার ল্যাব থেকে পজিটিভ আসাদের মধ্যে মাধবপুর উপজেলার দুইজন ও সদর উপজেলার একজন হয়েছেন ও এদের দুইজন পুরুষ এবং একজন নারী বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

একইদিন সিলেটে নতুন করে আরও ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যাদের সকলেই সিলেটে জেলার বিভিন্ন উপজেলার। এছাড়া মৌলভীবাজারে আরও ৫ জনের দেহে করোনা শনাক্ত হয় শনিবার এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরও ৬ জনের করোনা শনাক্ত হয়।

এ নিয়ে সিলেট বিভাগে মোট ৬৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে এরমধ্যে সিলেট জেলায় ২৯২ জন, সুনামগঞ্জে ৯৫ জন, হবিগঞ্জে ১৫৯ জন ও মৌলভীবাজারে ৮৯ জন।

আপনার মন্তব্য

আলোচিত