কানাইঘাট প্রতিনিধি

২৯ মে, ২০২০ ০০:৪১

কানাইঘাটে স্বাস্থ্য কর্মকর্তাসহ ৮ জন করোনা আক্রান্ত

সিলেটের কানাইঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ শরফুদ্দিন নাহিদ ও তার স্ত্রী আয়শা আক্তারসহ উপজেলায় মোট ৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) রাতে ডা. শেখ শরফুদ্দিন নাহিদ নিজেই এ তথ্য সিলেটটুডে টোয়েন্টিফোরকে নিশ্চিত করেন।

তিনি জানান, এদিন রাতে সিলেটের সিভিল সার্জন ফোন করে সস্ত্রীক আক্রান্তের খবর জানান।

বিজ্ঞাপন

কিছুদিন পূর্বে ডা. শেখ শরফুদ্দিন নাহিদ ও তার স্ত্রী আয়শা ও তাদের দুই ছেলে এক মেয়ের নমুনা সংগ্রহ করে সিলেট মেডিকেল কলেজে পাঠানো হয়। আজ রাতে তাদের করোনার রিপোর্ট পজিটিভ আসলেও তার ৩ ছেলে-মেয়ের রিপোর্ট নেগেটিভ এসেছে।

বর্তমানে তারা হাসপাতালের কোয়ার্টারের বাসায় আইসোলেশনে আছেন এবং দুইজনেরই শারীরিক অবস্থা ভালো আছে বলেও জানান তিনি।

আক্রান্তদের মধ্যে অন্যান্যরা হলেন মিঠু দাস (২৬), মোহাম্মদ মামুন রশিদ (২৮), জুবেল আহসদ (২৪), আলি হোসেন (২৩), সারোয়ার জাহান (২৭) তৈয়ব আলী (৭৫)। উপজেলায় এ পর্যন্ত মোট ৩১ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১ জন।

এদিকে বৃহস্পতিবার ওসমানীতে ১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫১ জনের করোনা শনাক্ত হয়।

আপনার মন্তব্য

আলোচিত