নিজস্ব প্রতিবেদক

২৯ মে, ২০২০ ১৪:৪০

২৪ ঘণ্টায় আড়াই হাজারের বেশি করোনা আক্রান্ত শনাক্ত

গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আড়াই হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছেন। এইসময়ে শনাক্ত হয়েছেন ২ হাজার ৫২৩ জন। এক দিনে করোনার সংক্রমণে এটাই সর্বোচ্চ সংখ্যা।

শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা অনলাইন প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি জানান, এই সময়ে ২৩ জন মারা গেছেন, এবং সুস্থ হয়ে ওঠেছেন আরও ৫৯০ জন। এনিয়ে মারা যাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮২ জন, এবং সুস্থ হয়ে ওঠেছেন ৯ হাজার ১৫ জন।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৩০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ১২ হাজার ৯৮২ টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৬৭ টি।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আপনার মন্তব্য

আলোচিত