সিলেটটুডে ডেস্ক

৩১ মে, ২০২০ ১৭:৪৫

সঙ্গীতজ্ঞ সুজেয় শ্যাম করোনা আক্রান্ত

সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির পর নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস পজেটিভ আসে।

একাত্তরের এ কণ্ঠযোদ্ধাকে শনিবার রাতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা এখন মোটামুটি ভালো বলে জানা গেছে।

দুই বছর ধরে মূত্রনালীর ক্যানসারে ভুগছেন সুজেয় শ্যমাম।

সঙ্গীতে অবদানের জন্য ২০১৮ সালে তাকে একুশে পদক দেওয়া হয়। তার আগে ২০১৫ সালে শিল্পকলা পদক পান তিনি।

বিজ্ঞাপন



১৯৪৬ সালে সিলেটে জন্ম নেয়া এ সঙ্গীত পরিচালক গিটার বাদক ও শিশুতোষ গানের পরিচালক হিসেবে ১৯৬৪ সালে তৎকালীন পূর্ব-পাকিস্তান চট্টগ্রাম বেতারে কর্মজীবন শুরু করেন। পরে ঢাকা বেতারে যোগ দেন।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে থাকাকালে মোট নয়টি গানে সুর করেছিলেন তিনি। সেগুলো একাত্তরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত গাওয়া হয়েছিল। এর মধ্যে অন্যতম ‘ওরে শোনরে তোরা শোন’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আজ রণ সাজে বাজিয়ে বিষাণ’।

আপনার মন্তব্য

আলোচিত