নিজস্ব প্রতিবেদক

০১ জুন, ২০২০ ১৫:৫৬

করোনা আপডেট: ২৪ ঘণ্টায় শনাক্ত ২৩৮১, মৃত ২২, সুস্থ ৮১৬

দেশে একদিনে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির শনাক্ত ও মৃত্যুর ঘটনা আগের দিনের তুলনায় কমেছে। গত ২৪ ঘন্টায় ২ হাজার ৩৮১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।একই সময় মারা গেছেন ২২ জন। সব মিলিয়ে মারা গেছেনে ৬৭২ জন।

সোমবার (১ জুন) দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। সব মিলিয়ে দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন মোট ৪৯ হাজার ৫৩৪ জন।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮১৬ জন। এ নিয়ে সর্বমোট ১০ হাজার ৫৯৭ জন সুস্থ হয়েছেন।

ব্রিফিংয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪৩৯ জনের জনের করোনা পরীক্ষা করা হয়। এর আগে ১১ হাজার ৮৭৬ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩ লাখ ২০ হাজার ৩৭৯টি নমুনা।

দেশে এখন ৫২টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়।

প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

 

আপনার মন্তব্য

আলোচিত