০৫ জুন, ২০২০ ১৪:৪৩
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এসএএম গোলাম কিবরিয়া মারা গেছেন।
বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব এহতেশামুল হক চৌধুরী দুলাল এ তথ্য নিশ্চিত করেছেন। ডা. কিবরিয়া সিলেট মেডিকেল করেজের ষষ্ট ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
কোভিড-১৯-এ এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজারের বেশি চিকিৎসক। অন্যদিকে, ১৮ জন চিকিৎসক এ পর্যন্ত মারা গেছেন।
আপনার মন্তব্য