০৫ জুন, ২০২০ ২০:৫৯
সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার বিকেলে অধ্যাপক গোলাম রহমান নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে চারজন গুলশানের নিকেতনের বাসায় আইসোলেশানে আছেন। একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
গত ২৯ মে প্রথমে তার স্ত্রী নাইম আরা হোসাইনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। পরে পরিবারের অন্যান্য সদস্যদের পরীক্ষা করালে অধ্যাপক রহমানসহ পরিবারের আরও চারজনের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে।
আক্রান্তদের নাইম আরা হোসাইনকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজ্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে প্লাজমা থেরাপি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে অধ্যাপক গোলাম রহমান জানিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন অধ্যাপক গোলাম রহমান বাংলাদেশ সরকারের তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনারের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।
আপনার মন্তব্য