নিজস্ব প্রতিবেদক

০৬ জুন, ২০২০ ১৩:২৪

নর্থ ইস্টে করোনায় প্রাণ গেল চিকিৎসকের স্ত্রীর

সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে এক চিকিৎসকের স্ত্রী মারা গেছেন। তিনি একই হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন খানের স্ত্রী।

শনিবার (৬ জুন) নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. নাজমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আজ ভোর সাড়ে ৬টার দিকে তিনি মারা যান। করোনা ছাড়াও তিনি ডায়াবেটিস এবং হাইপার টেনশনে ভুগছিলেন।

গত ৩ জুন তিনি করোনা শনাক্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হন।

আপনার মন্তব্য

আলোচিত