নিজস্ব প্রতিবেদক

০৬ জুন, ২০২০ ২২:৪১

সিলেটে আরও ৬৬ জনের করোনা শনাক্ত

সিলেটে নতুন করে আরও ৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনিবার (৬ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এ ৬৬ জনের করোনা শনাক্ত হয়।

এ তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, শনিবার ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছিলো। এরমধ্যে ৬৬ টি পজেটিভ আসে। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের বেশিরভাগ সিলেট সদর উপজেলা নগরীর বাসিন্দারা।

নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে  ১৪৭৯ জনের। এরমধ্যে সিলেট জেলায় ৮৪৯ জন, সুনামগঞ্জে ২৭০ জন, হবিগঞ্জে ২০৮ জন ও মৌলভীবাজারে ১৫২ জন রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত