নিজস্ব প্রতিবেদক

০৯ জুন, ২০২০ ০১:৪৫

সিলেট বিভাগে আরও ৮৫ জনের করোনা শনাক্ত, ৩৪ জনই কানাইঘাটের

সিলেট বিভাগে একদিনে আরও ৮৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সিলেট জেলার ৬০ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সুনামগঞ্জ জেলার ২৫ জনের করোনা শনাক্ত হয়।

সিলেট জেলার নতুন শনাক্ত হওয়া ৮৫ জনের মধ্যে ৩৪ জনই কানাইঘাট উপজেলার। অপরদিকে সুনামগঞ্জ জেলার নতুন শনাক্ত হওয়া ২৫ জনের মধ্যে ২১ জনই ছাতক উপজেলার।

সবমিলিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৬৩১ জনের। এরমধ্যে সিলেট জেলার ৯৪২ জন
ও সুনামগঞ্জের ৩২৯ জন।

সিলেট: সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফলে সোমবার কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৬০ জনের।

বিজ্ঞাপন



নতুন শনাক্ত এই ৬০ জনের মধ্যে ৩৪ জনই কানাইঘাট উপজেলার। এছাড়া গোলাপগঞ্জ উপজেলার ৪ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩ জন, বালাগঞ্জের ১ জন, গোয়াইনঘাটের ১ জন, জকিগঞ্জ উপজেলার ১ জন, বিশ্বনাথের ১ জন, বিয়ানীবাজারের ১ জন, সিলেট সদর ও সিটি কর্পোরেশন এলাকার ১২ জন, মৌলভীবাজারের  ১ জন এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার ১ জন।

সুনামগঞ্জ: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় আরও ২৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া সকলেই সুনামগঞ্জ জেলার।

সোমবার (৮ জুন) শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৫ জনের করোনা শনাক্ত হয়।

এদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২২২ টি নমুনা গ্রহণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত