নিজস্ব প্রতিবেদক

০৯ জুন, ২০২০ ২৩:৩০

শাবির ল্যাবে সুনামগঞ্জের আরও ২২ জনের করোনা শনাক্ত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় মঙ্গলবার আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। যারা সকলেই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

মঙ্গলবার (৯ জুন) শাবির পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২২ টি পজিটিভ আসে।

এ তথ্য নিশ্চিত করে জেলার সিভিল সার্জন ডা. শামস উদ্দিন সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, এদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। যার ২২ টি পজিটিভ। নতুন শনাক্ত হওয়া ২২ জনসহ সুনামগঞ্জে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৩৫১ জনের।

এদিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৫০টি পজিটিভ আসে। এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৭০০ জন।

যার মধ্যে সিলেটে ৯৮৯ জন, মৌলভীবাজারে ১৫২ জন, সুনামগঞ্জে ৩৫১ ও হবিগঞ্জে ২০৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত