আন্তর্জাতিক ডেস্ক

১০ জুন, ২০২০ ১০:৪০

বিশ্বে ২৪ ঘন্টায় প্রায় ৫ হাজার মৃত্যু

বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আরও প্রায় চার হাজার ৮০০ প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। এ নিয়ে মৃতের সংখ্যা ছুঁয়েছে চার লাখ ১৩ হাজার ৩ জনে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে এক লাখ ২১ হাজার। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭৩ লাখ ১২ হাজার ১৯৮ জন।

মঙ্গলবার দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। মারা গেছেন ১২শ’র মতো মানুষ। মোট মৃত্যু সাড়ে ৩৮ হাজার। আক্রান্ত সাড়ে সাত লাখ।

যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে এক হাজারের বেশি মানুষের। দেশটিতে মৃতের সংখ্যা এক লাখ ১৪ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্ত সাড়ে ২০ লাখ। ৬শ’ প্রাণহানি হয়েছে মহামারির আরেক নতুন হটস্পট মেক্সিকোতে। মোট মৃত্যু ১৪ হাজারের বেশি।

এছাড়া যুক্তরাজ্যসহ ইউরোপের সব দেশে নতুন সংক্রমণ ও মৃত্যু কমেছে। সারা বিশ্বে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৩৬ লাখ মানুষ।

আপনার মন্তব্য

আলোচিত