নিজস্ব প্রতিবেদক

১২ জুন, ২০২০ ২২:৪৯

সিলেটে আরও ৪০ জনের করোনা শনাক্ত

সিলেট জেলায় আরও ৪০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (১২ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৭৭ জনে দাঁড়ালো।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয় এরমধ্যে ৪০ জনের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্ত হওয়াদের নিরাপত্তা বাহিনীর বাহিনীর কয়েকজন সদস্য রয়েছে। শনাক্তদের বেশিরভাগই সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার বাসিন্দা বলে জানান তিনি।

নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২ হাজার ১১৫ জনের। এরমধ্যে সিলেট জেলায় ১ হাজার ২৭৭ জন, সুনামগঞ্জে ৪৩৩ জন, হবিগঞ্জে ২২৭ জন ও মৌলভীবাজারে ১৭৮ জন রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত