নিজস্ব প্রতিবেদক

১৩ জুন, ২০২০ ১৪:৪১

চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ

গত ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৮৫৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৮৪ হাজার ৩৭৯ জন। এর মধ্য দিয়ে সংক্রমণের দিক দিয়ে করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনকেও ছাড়িয়ে গেল।

এই সময়ে দেশে একদিনে ৪৪ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ১৩৯ জন।

বিজ্ঞাপন

শনিবার (১৩ জুন) দুপুর আড়াইটায় দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য বুলেটিনের অনলাইনে এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এছাড়া এই সময়ে আরও ৫৭৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থের সংখ্যা ১৭ হাজার ৮২৭ জন।

উল্লেখ্য, চীনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৭৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৬৩৪ জন।

আপনার মন্তব্য

আলোচিত