১৩ জুন, ২০২০ ১৮:০৫
মৌলভীবাজারে আরও ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৯১ জন।
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় সিলেটটুডে টোয়েন্টিফফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. তৌওহীদ আহমদ।
তিনি বলেন, ঢাকা থেকে বিকেলে ১৩ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আরও বেশ কিছু নমুনার রিপোর্টের অপেক্ষা করছি আমরা।
বিজ্ঞাপন
নতুন আক্রান্ত ১৩ জনের মধ্যে সদর উপজেলায় ৩ জন, রাজনগরে ১ জন, কুলাউড়ায় ৫ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ১ জন এবং শ্রীমঙ্গলে ১ জন। আক্রান্তদের মধ্যে নারী পুরুষ উভয়েই রয়েছেন।
আপনার মন্তব্য