গোলাপগঞ্জ প্রতিনিধি

২১ জুন, ২০২০ ১৩:২৯

গোলাপগঞ্জে আরও ৫ জনের করোনা শনাক্ত

সিলেটের গোলাপগঞ্জে নতুন আরও ৫ জনের করোনা শনাক্ত করা হয়েছে।

রোববার (২১ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর ইসলাম শাহিন।

বিজ্ঞাপন

তিনি বলেন, গোলাপগঞ্জে নতুন করে আরও ৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে৷ এদের মধ্যে রয়েছেন ফুলবাড়ি ইউনিয়নের কিছমত মাইজভাগ গ্রামের ৩০ বছর বয়সী এক নারী, বাঘা ইউনিয়নের গোলাপনগর গ্রামের ৮২ বছর বয়সের এক বৃদ্ধ, পৌর এলাকার রণকেলী নুরুপাড়া গ্রামের ২১ বছরের এক যুবক, পূবালী ব্যাংক গোলাপগঞ্জ শাখার ৩৪ বছর বয়সী এক কর্মকর্তা, সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৮ বছরের আরেকজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন।

এদিকে আজকের ৫ জন করোনা রোগীসহ গোলাপগঞ্জে মোট করোনা রোগীর সংখ্যা ৯৫ জন। এদের মধ্যে ৪২ জন সুস্থ হয়েছেন ও মারা গেছেন ৩ জন।

আপনার মন্তব্য

আলোচিত