নিজস্ব প্রতিবেদক

০৬ জুলাই, ২০২০ ১২:৪৭

করোনা আক্রান্ত হয়ে শামসুদ্দিনে নার্সের মৃত্যু

সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে কভিড-১৯ ইউনিটে কর্মরত সিনিয়র স্টাফ নার্স (নার্সিং কর্মকর্তা) নাসিমা পারভীন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।

শহীদ শামসুদ্দিন হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক নেহারী রাণী দাস মৃত্যুর বিষয়টি নিশ্চত করে বলেন, সিনিয়র স্টাফ নার্স নাসিমা পারভীন করোনাসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। সোমবার সকাল সাড়ে ৮টার সময় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে নার্সিং কর্মকর্তা নাসিমা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক।

বেলা সাড়ে ১১টায় নগরীর মানিকপীর টিলার কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।  

আপনার মন্তব্য

আলোচিত