সিলেটটুডে ডেস্ক

১৭ আগস্ট, ২০২০ ১৩:৪২

একদিনে করোনায় আক্রান্ত ২ লাখ ৯৪ হাজার

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে, বাড়ছে মৃত্যুও। সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে সবমিলিয়ে দুই লাখ ৯৪ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে রোববার বিবিসি এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

দুই লাখ ৯৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত শনাক্ত হওয়ার এ ঘটনাই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত হওয়া।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে। এরপর তা ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। এক পর্যায়ে তা মহামারি আকার ধারণ করে। চীনের পর প্রথম দিকে ইউরোপে ভয়াবহ রূপ নিয়ে তাণ্ডব চালায় করোনা।

বিশ্বের অনেক দেশেই প্রতিদিন করোনার সংক্রমণ বাড়ছে। কোনও কোনও দেশে প্রথম দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও আবার তা খারাপের দিকে যেতে শুরু করেছে। বিশ্বের ১৮৮টি দেশে ছড়িয়েছে করোনার সংক্রমণ। শনাক্ত ও মৃতের হিসেবে অর্ধেকই হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল আর ভারতে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, করোনায় বিশ্বে এখন পর্যন্ত দুই কোটি ১০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে সাত লাখ ৭১ হাজারের বেশি মানুষের।

আপনার মন্তব্য

আলোচিত