নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট, ২০২০ ১৩:৫৫

সিলেটে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৮৪ জন

সিলেটে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১৬ জনের। ৪৪ ঘন্টায় মারা গেছেন এক জন। এ নিয়ে এ পর্যন্ত করোনায় সিলেট বিভাগে মারা গেছেন ১৮৪ জন।

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট কার্যালয় সূত্রে প্রেরিত দৈনন্দিন করোনা আপডেট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৪৬১ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫ হাজার ৫২৬ জন, সুনামগঞ্জে ১ হাজার ৯৮৩ জন, হবিগঞ্জে ১ হাজার ৫০৩ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৪৫১ জন রয়েছেন।

করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৮৪ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় ১৩২ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজার জেলায় ২০ জন রয়েছেন।

সিলেট বিভাগে ৭ হাজার ৩৯৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৩ হাজার ৮৭৩ জন, সুনামগঞ্জের ১ হাজার ৫৭৩ জন, হবিগঞ্জের ৯৮২ জন ও মৌলভীবাজার জেলার ৯৬৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ ঘোষণা করা হয়েছে ২৭৬ জনকে।

করোনা আক্রান্ত ১২২ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৬১ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৮ জন, হবিগঞ্জের হাসপাতালে ৪২ জন ও মৌলভীবাজারে ১১ জন।

আপনার মন্তব্য

আলোচিত