লন্ডন প্রতিনিধি

০৩ অক্টোবর, ২০২০ ১৫:১৭

ব্রিটেনের নর্থাম্ব্রিয়া বিশ্ববিদ্যালয়ে ৭৭০ জনের করোনা শনাক্ত

উত্তর ইংল্যান্ডের নিউক্যাসলের নর্থাম্ব্রিয়া ইউনিভার্সিটিতে ৭৭০ জন শিক্ষার্থীরা করোনা শনাক্ত হয়েছে।

।এর মধ্যে মাত্র ৭৮ জনের শরীরে প্রাথমিক অবস্থায় করোনা উপসর্গ ছিল। বাকীদের কোনো উপসর্গ ছিল না। কিন্তু তাদের পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। তাদের সবাই এখন ১৪ দিনের সেলফ আইসোলেশনে রয়েছেন।

ব্রিটেনের প্রায় ৫৬টি ইউনিভার্সিটিতে অন্তত একজন করে হলেও করোনা রোগী রয়েছে। এর মধ্যে সবচাইতে বেশি করোনা রোগী ধরা পড়ল নর্থাম্ব্রিয়ায়।

এছাড়া শেফিল্ড ইউনিভার্সিটিতে প্রায় ২০০ এবং লিভারপুল ইউনিভার্সিটিতে প্রায় ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে ব্রিটেনের বিভিন্ন ইউনিভার্সিটিতে আড়াই হাজারের বেশি করোনা রোগী সেলফ আইসোলেশনে রয়েছে।

অন্যদিকে ব্রিটেনের লিভারপুলে ৮ হাজার শিশু ও ৩৫০ জন শিক্ষক সেলফ আইসোলেশনে থাকার সংবাদ প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে।

গত ২৪ ঘন্টায় ব্রিটেনে আরও ৬ হাজার ৯৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর করোনায় মৃত্যুবরণ করেছে আরও ৬৬ জন।

এ নিয়ে ব্রিটেনে ৪২ হাজার ২৬৮ জনের মৃত্যু হলো। আর করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার ১৪৬ জনে গিয়ে দাঁড়াল।

আপনার মন্তব্য

আলোচিত