নিজস্ব প্রতিবেদক

০৩ নভেম্বর, ২০২০ ১৫:৪৯

দেশে আরও ১৭ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৬৫৯

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত চব্বিশ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। আর সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৬৫৯ জনের শরীরে। একই সময়ে সুস্থ হয়ে  উঠেছেন ১ হাজার ৮৮৬ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৬৫৯ জনের শরীরে করোনার সংক্রমণের মধ্যে দিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১২ হাজার ৬৪৭ জন।

এর মধ্যে ৩ লাখ ২৯ হাজার ৭৮৭ জন সুস্থ হয়েছেন। যাদের মধ্যে ১ হাজার ৮৮৬ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন।

বিজ্ঞাপন

এদিকে গত চব্বিশ ঘণ্টায় ১৭ জনের মৃত্যুর মাধ্যমে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৯৮৩ জনে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও ১ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন।

এদের মধ্যে ঢাকায় ১১ জন, চট্টগ্রামে ৪ জন ও ময়মনসিংহ বিভাগে ২ জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৬০ বছরের ওপরে ৮ জন রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত