সিলেটটুডে ডেস্ক

০৪ নভেম্বর, ২০২০ ২২:৫৮

করোনায় আক্রান্ত করোনা বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সভাপতি

করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি ও বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী ডা. শহীদুল্লাহর করোনা আক্রান্তের তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, তিনি এই মুহূর্তে ভালো আছেন। বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাঁর জ্বর রয়েছে।

ডা. শহীদুল্লার ছেলে, ছেলের বউ এবং গৃহকর্মীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, বিএমডিসির সভাপতি।

বিএমএর হিসাবে, এ পর্যন্ত সারাদেশে ২৮৫৩ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে শতাধিক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত