শ্রীমঙ্গল প্রতিনিধি

১০ নভেম্বর, ২০২০ ১৮:০২

শ্রীমঙ্গলে দুর্ঘটনায় করোনা সন্দেহে সংগ্রহ নমুনা নষ্ট

মৌলভীবাজারে সড়ক ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের মোকামবাজার নিতেশ্বর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে করোনা সন্দেহে সংগ্রহ করা ৮ জনের নমুনা নষ্ট হয়ে গেছে।

সোমবার (৯ নভেম্বর) বিকালে এই দুর্ঘটনাটি ঘটে। এসময় বাসে থাকা প্রায় ১৫ জন যাত্রী আহত হন।

বাস যাত্রী আহত অলি আহমদ বলেন, ‘আমরা শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের উদ্দেশে বাসে (ঢাকা মেট্রো-ব-১১-৩১৬৫) উঠি। আমাদের বাস খুব দ্রুতগতিতে যাচ্ছিল। ওই এলাকায় রাস্তায় সংস্কার কাজ চলছে। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে বাসের চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।’

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, সোমবার ৮টি করোনা নমুনা সংগ্রহ করা হয়েছিলো। সেগুলো নিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গাড়ি উল্টে গেলে নমুনাগুলো নষ্ট হয়ে যায়। যাদের নমুনা নষ্ট হয়েছে আবারো তাদের নমুনা সংগ্রহ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত