জুয়েল রাজ, লন্ডন

১৬ নভেম্বর, ২০২০ ১০:০৩

দ্বিতীয় দফায় সেলফ আইসোলেশনে ব্রিটিশ প্রধানমন্ত্রী

দ্বিতীয়বারের মত সেলফ আইসোলেশনে যেতে হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে। স্থানীয় এক এমপির সাথে মিটিংয়ের পর সেই এমপি করোনা পজিটিভ হওয়ায় তাকে সেলফ আইসোলেশনে যেতে হচ্ছে।

রোববার এনএইচএসের টেস্ট অ্যান্ড ট্রেসের মাধ্যমে প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করে তাকে সেলফ আইসোলেশনে থাকতে বলা হয়। তবে ১০ ডাউনিং স্ট্রিট জানিয়েছে প্রধানমন্ত্রীর কোন করোনা লক্ষণ দেখা যায়নি।

বিবিসি জানায়, অ্যাশফিল্ডের এমপি লি অ্যান্ডারসনের সাথে ৩৫ মিনিট সময় অতিবাহিত করেন। অ্যান্ডারসনের করোনা পজিটিভ হলে প্রধানমন্ত্রীকে সেলফ আইসোলেশনে যেতে বলা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছে তিনি ১০ ডাউনিং স্ট্রিট থেকেই কাজ চালিয়ে যাবেন।

এরআগে গত এপ্রিলে প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত হয়ে ইনসেনটিভ কেয়ার ইউনিটে তিন রাত থাকতে হয়।

আপনার মন্তব্য

আলোচিত