আন্তর্জাতিক ডেস্ক

২৫ নভেম্বর, ২০২০ ১১:৫৪

বিশ্বে করোনা আক্রান্ত ৫ কোটি ৯৬ লাখ ছাড়াল, মৃত্যু ১৪ লাখ ৭ হাজার

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৯৬ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৪ লাখ ৭ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৯৬ লাখ ৭১ হাজার ২০২ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৪ লাখ ৭ হাজার ৫৪২ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৩ কোটি ৮১ লাখ ৮৯ হাজার ৫১০ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। বুধবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৫ লাখ ৮৯ হাজার ২২১ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৮৭৪ জনের।

বিজ্ঞাপন

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনা আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয় স্থানে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত ৯১ লাখ ৭৭ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছেন ১ লাখ ৩৪ হাজার ২১৮ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৬০ লাখ ৮৭ হাজার ৬০৮ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৪৮৫ জনের।

আপনার মন্তব্য

আলোচিত