নিজস্ব প্রতিবেদক

০৫ ডিসেম্বর, ২০২০ ২১:১০

সিলেটে প্রথমদিনের অ্যান্টিজেন পরীক্ষায় ৫ জনের করোনা শনাক্ত

করোনা শনাক্তে শনিবার থেকে সিলেটে শুরু হয়েছে অ্যান্টিজেন পরীক্ষা। শনিবার (৫ডিসেম্বর) সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ১০ জনের নমুনা পরীক্ষা করা হয়। সিলেটে প্রথমদিনের অ্যান্টিজেন পরীক্ষায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেট শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুপান্ত মহাপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অ্যান্টিজেনের মাধ্যমে দ্রুত গতিতে পরীক্ষার ফলাফল পাওয়া যায়। আজ দুপুরে পরীক্ষার পর যাদের পজিটিভ এসেছে তাদের বিকেলেই রিপোর্ট জানিয়ে দেওয়া হয়েছে। তবে যাদের নেগেটিভ এসেছে তাদের কিছু জানানো হয়নি।

ডা. সুপান্ত বলেন, অ্যান্টিজেন পরীক্ষায় যাদের রিপোর্ট নেগেটিভ আসবে তাদের নমুনা পুণরায় আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষা করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ওসমানী মেডিকেল কলেজের পিসিআর মেশিন নষ্ট থাকায় আজ অ্যান্টিজেন পরীক্ষায় যাদের রিপোর্ট নেগেটিভ এসেছে তাদের নমুনা পুণরায় পরীক্ষা করানো যায়নি। ওই পিসিআর মেশিন চালু হলে সেখানে নমুনা পরীক্ষা করানোর পর তাদের রিপোর্ট জানানো হবে।



আপনার মন্তব্য

আলোচিত