আন্তর্জাতিক ডেস্ক

২৪ জানুয়ারি, ২০২১ ১২:৫৩

বিশ্বে ১০ কোটির কাছে করোনা সংক্রমিতের সংখ্যা

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ কোটি ৮৭ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২১ লাখ ২০ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৪৬ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২১ লাখ ২০ হাজার ৩৮৯ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৫ কোটি ৪৪ লাখ ৯ হাজার ৪৪৬ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৯ লাখ ৯১ হাজার ১২২ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৪ লাখ ১৭ হাজার ৩৯৪ জনের।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৮ লাখ ১৬ হাজার ২৫৪ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ১৬ হাজার ৪৪৫ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬ লাখ ৩৯ হাজার ৬৮৪ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৮৪ জনের।

বিজ্ঞাপন

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৩ নম্বরে। মেক্সিকোতে রোববার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৩২ হাজার ২৯০ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮৪ জনের।

যুক্তরাজ্য মৃত্যু ও আক্রান্ত বিবেচনায় রয়েছে পঞ্চম স্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ২৭ হাজার ৭৪৬ জন এবং মৃত্যু হয়েছে ৯৭ হাজার ৫১৮ জনের।

আপনার মন্তব্য

আলোচিত