নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি , ২০২১ ০১:৩২

এল আরও ২০ লাখ ডোজ টিকা

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ও সেরাম ইন্সটিটিউট ভারতের উৎপাদিত আরও ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশে এসে পৌঁছেছে।

এনিয়ে তিন দফায় বাংলাদেশে এসেছে ৯০ লাখ ডোজ করোনার টিকা। এরমধ্যে প্রথম দফায় ভারতের দেওয়া উপহারের ২০ লাখ ডোজ টিকা পেয়েছিল বাংলাদেশ, এরপর আসে টাকায় কেনা ৫০ লাখ ডোজ টিকা।

সোমবার রাত সোয়া ১২টার পর ভারতের মুম্বাই থেকে স্পাইস জেটের একটি উড়োজাহাজে টিকার এই চালান রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে ছয় মাসে তিন কোটি ডোজ টিকা দেওয়ার কথা।

গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ২৩ লাখ ৮ হাজার ১৫৭ জন মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত