
২৩ মার্চ, ২০২১ ০২:৪৭
সিলেট মা ও শিশু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও জালালাবাদ রাগিব রাবেয়া হাসপাতালের পরিচালক এবং শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. তারেক আজাদ করোনা আক্রান্ত হয়েছেন।
রোববার (২১ মার্চ) তার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
অধ্যাপক ডা. তারেক আজাদের পরিবার সূত্রে জানা যায়, নিয়মিত হাসপাতাল ও চেম্বারে রোগী দেখে আসছিলেন তিনি। গত শুক্রবার (১৯ মার্চ) ডা. তারেক আজাদ শরীরে জ্বর অনুভব করলে তিনি নিজ বাসায় আইসোলেশনে চলে যান। পরদিন শনিবার (২০ মার্চ) কোভিড-১৯ টেস্ট করান। আর রোববার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে। তবে তিনি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
আপনার মন্তব্য